করোনা আবহেও থেমে নেই পাকিস্তানের আক্রমণ। কয়েকদিন ধরে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে তারা। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীও। ফের আর একবার জম্মু–কাশ্মীর সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু–কাশ্মীরের বারামুল্লায় পাক সেনার গুলিতে গুরুতর জখম হন দুই ভারতীয় সেনা জওয়ান। শনিবার সকালে তাঁরা শহিদ হয়েছেন বলে খবর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও এক সেনা জওয়ান।
সূত্রের খবর, পাক সেনাকে নামিয়ে নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা চালিয়ে যাওয়া হচ্ছে। অতর্কিতে এই হামলায় আহত হন ভারতীয় সেনার তিন জওয়ান। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই জওয়ান গুরুতর আহত ছিলেন। শনিবার সকালে তাঁদের মৃত্যু হয়েছে। সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, ‘১ মে, দুপুর সাড়ে ৩টে নাগাদ বারামুল্লা জেলার রামপুর সেক্টরে লাইন অফ কন্ট্রোলের ওপার থেকে গুলি চালানো শুরু করে পাকিস্তানের সেনারা। জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। তবে মারাত্মকভাবে জখমও হন তাঁরা।’
এদিন সকাল থেকে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে বলে খবর। গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। উল্লেখ্য, ৩০ এপ্রিল লাইন অফ কন্ট্রোল বরাবর পুঞ্চ সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালানো শুরু করেছিল পাক সেনা। প্রত্যেকদিনই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাক সেনা। তার জেরেই শহিদ হচ্ছেন ভারতীয় জওয়ানরা।