সীমান্তরক্ষীদের তৎপরতায় ধরা পড়ল দুই পাচারকারী। উদ্ধার হল ২০ কেজি গাঁজা। এদিন ভোর রাতে ধৃত দুই মাদক পাচারকারী আসাদুল ও ধনঞ্জয় নামে দুই পাচারকারী বাংলাদেশে গাঁজা পাচার করার উদ্দেশ্যে জড় হয়। সেই সময় ১৫৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হওয়ায় তাদেরকে হাতেনাতে পাকড়াও করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে কুড়ি কেজি গাঁজা, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ দোবিলা সীমান্তের ঘটনা।
সূত্রের খবর মারফত জানা গেছে আসাদুলের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার কুশখালী গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, কুড়ি কেজি গাঁজা নিয়ে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল ওই ব্যক্তি। সেই সময় বিএসএফের ১৫৩ নম্বর ব্যাটালিয়নের দোবিলা সীমান্তের কর্মরত বিএসএফ তাদেরকে পাকড়াও করে স্বরূপনগর থানার হাতে তুলে দেয়। অপর এক পাচারকারী দেবব্রতর বাড়ি স্বরূপনগর থানার দোবিলা সীমান্তে।
ধৃত দুই পাচারকারীকে আজ বারাসাত মহকুমা আদালতে তোলা হয়েছে বলে খবর। সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ ও বিএসএফ। এই দুই পাচারকারীদের সঙ্গে কোনো আন্তর্জাতিক মাদক ব্যবসায়ীর যোগাযোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। সীমান্তবর্তী এলাকায় এই পাচার রুখতে দিনরাত নজরদারি চালাচ্ছে বিএসএফ জওয়ানরা।