দেশ ব্রেকিং নিউজ

জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ কর্মী

ফের সেনা -জঙ্গি গুলির লড়াইয়ে অশান্ত জম্মু-কাশ্মীর। জম্মু ও কাশ্মীর বান্দিপোয়ার গুলশন চকে পুলিশ কর্মীদের ওপর হামলা চালায় জঙ্গিরা। এই হামলার ঘটনায় দুই জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।

জম্মু ও কাশ্মীরের পুলিশ সূত্রে পাওয়া খবর অনুয়ায়ী, এই জঙ্গি হামলায় মহম্মদ সুলতান, ফৈয়াজ আহমেদ নামে দুই পুলিশ কর্মী গুরুতর জখম হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পুলিশের দুই জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন। হামলাকারী জঙ্গিদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

জম্মু ও কাশ্মীর বান্দিপোরায় গুলশন চকে এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, ‘উত্তর কাশ্মীরের বান্দিপোরা এলাকায় পুলিশ কর্মীদের ওপর জঙ্গি হামলার নিন্দা করছি। এই হামলায় জম্মু ও কাশ্মীর পুলিশের দুই জওয়ান মহম্মদ সুলতান ও ফৈয়াজ আহমেদের মৃত্যু হয়েছে।’  মৃত পুলিশের দুই জওয়ানের আত্মার শান্তি কামনা করেন তিনি। তাঁদের পরিবারকে এই শোক সামলানোর শক্তি ঈশ্বর দিন সেই প্রার্থনা করেন। জম্মু ও কাশ্মীরে কড়া নজরদারির মধ্যে এই হামলা চালিয়ে নিজেদের অস্তিত্ব ফের একবার বুঝিয়ে দিল জঙ্গিরা।