রাজ্য লিড নিউজ

আনিস-হত্যায় গ্রেফতার দুই পুলিশকর্মী

সিবিআই তদন্তের দাবি উঠছে আনিস কাণ্ডে। সেই বিষয়েও এদিন মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ”আমিও আন্দোলন করে উঠেছি। গতকাল কলকাতায় কত সমস্যা হয়েছে। অনেকেই ফ্লাইট ধরতে পারেনি। এই সংস্কৃতি বাংলা সহ্য করবে না। সিপিআইএম,বিজেপি-র ইন্টারেস্ট দেখার জন্য আমি আসিনি। মানুষের ইন্টারেস্ট দেখার জন্য এসেছি। এতটা দুর্বল আমাদের ভাবতে যাবেন না। সিপিআইএম এত কথা বলছে, দেখাতে পারবে ওরা কাউকে অ্যারেস্ট করেছে কখনও। সিঙ্গুর তাপসী মালিকের হত্যার কী বিচার হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পাওয়া গেছে কি? হাথরস, উন্নাওতে কী হয়েছে, সবাই জানি আমরা।”

আজ নবান্ন থেকে আনিস হত্যাকাণ্ডে সাসপেন্ড হওয়া আমতা থানার দুই পুলিশ কর্মীর গ্রেফতারের খবর জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পুলিশ সূত্রে খবর কনস্টেবল প্রীতম ভট্টাচার্য (২৫৬) হোম গার্ড কাশীনাথ বেরা (২১৭০) কে গ্রেফতার করেছে পুলিশ।এদের হেফাজতে নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর।

দুদিন আগে গভীর রাতে বিশেষ তদন্তকারী দল আমতা থানায় এসে পৌঁছায়। এডিজি সিআইডি অপারেশন মিরাজ খালিদ, ধ্রুবজ্যোতি দে ব্যারাকপুর কমিশনারেট জয়েন্ট সিপি, হাওড়া গ্রামীনের জেলা পুলিশ সুপার সৌম্য রায় ঘটনাস্থলে আসেন। এরপর দীর্ঘক্ষণ তারা আমতা থানাতে বসে থানার আধিকারিকদের সঙ্গে কথা বলে। তাদের থেকে ঘটনার সঙ্গে সম্পর্কিত তদন্তের খুঁটিনাটি পরীক্ষা করে। তারা থানার কর্মীদের জিজ্ঞাসাবাদ করে বলেও থানা সূত্রের খবর। এই তিনজনের কথাবার্তায় বেশ কিছু অসঙ্গতি পায় বিশেষ তদন্তকারী আধিকারিকরা।