রাতের শহরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল বেহালার চণ্ডীতলা এলাকার দুটি প্লাস্টিকের কারখানা। বুধবার রাত সওয়া ১১টা নাগাদ আগুন লাগে একটি কারখানায়। দ্রুত তা ছড়িয়ে পড়ে পাশের কারখানাতেও। ঘটনাস্থলে আসে দমকলের ৭টি ইঞ্জিন। প্রায় ঘণ্টা চারেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
জানা গিয়েছে, বুধবার রাত বারোটা নাগাদ বেহালার চন্ডীতলায় এক প্লাস্টিক কারখানায় আগুন লাগে। এই কারখানাটির পাশেই একটি নির্মীয়মান বিল্ডিংয়ে সেখানকার মিস্ত্রিরা আগুন জেলে রাতের খাবার তৈরি করছিল সেখান থেকেই কোনভাবে আগুন চলে আসে এই কারখানায়। অতি দাহ্য বস্তু থাকায় আগুন নিমেষের মধ্যে গ্রাস করে গোটা কারখানা জুড়ে। এই কারখানায় প্লাস্টিকের কন্টেনার এবং পাশের একটি কারখানায় প্লাস্টিকের ক্যারি ব্যাগ তৈরি হত। প্লাস্টিকের কন্টেনার এবং ক্যারি ব্যাগ তৈরীর কাঁচামাল মজুত থাকায় আগুনে ভস্মীভূত হয়ে যায় দুটি কারখানা।
আগুন লাগার সময় প্লাস্টিকের কন্টেনার তৈরির কারখানায় ৫-৬ জন কর্মচারী কাজ করছিলেন তারা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দমকলে খবর দেয়। চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। ঘন জনবসতি এলাকা হাওয়াই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। স্থানীয়দের দাবি, এইসব কারখানাগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কিনা সেদিকে নজর দিক প্রশাসন।