আন্তর্জাতিক লিড নিউজ

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, মৃত ৬

এয়ার শো চলাকালীন ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকায়। দু’টি বিমান পরস্পরের সঙ্গে সজোরে ধাক্কা খেল মাঝ আকাশে। দুর্ঘটনার মুহূর্তের সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলেই আশঙ্কা।

জানা গিয়েছে, টেক্সাসের ডালাস একজিকিউটিভ বিমানবন্দরে একটি এয়ার শো-এর আয়োজন করা হয়েছিল। সেখানেই একটি বড় আকারের বোয়িং বি-১৭ বম্বার বিমানের সঙ্গে ছোট বিমান বেল পি-৬৩ কিংকোবরার সংঘর্ষ হয়। স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, এয়ার শো চলাকালীন আকাশে নিজের গতিপথ ধরে সোজা এগোচ্ছে বম্বার বিমানটি। কিছু দূর এগোনোর পর পাশ থেকে উড়ে আসে আরও একটি বিমান। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা সেই বিমান ধাক্কা খায় বম্বারের সঙ্গে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বিমানগুলিতে। দু’টি বিমানই ভেঙে আকাশ থেকে নীচে পড়ে যায়। মাঝ আকাশেই ভাঙাচোরা বিমানের নানা অংশ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়তে দেখা যায়। দু’টি বিমান মিলিয়ে মোট ছয়জন ছিলেন। তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা।

অন্যদিকে,সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ব্যাপক ভাইরাল হয়েছে বিমান দুর্ঘটনার সেই ভিডিয়ো। যা দেখে রীতিমত শিউরে উঠেছে গোটা বিশ্বের নেটিজেনরা। ইতিমধ্যেই ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং এফএএ-র তরফে দুর্ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।