Pakistan tried to infiltrate in the dark of night. Which was again thwarted by the Indian Army. Two Pakistani militants were killed in a shootout with Indian troops along the Line of Control (LoC) in Jammu and Kashmir's Rajouri district late Tuesday night. Another militant was reportedly injured in the clash.
দেশ

মধ্যরাতে নিকেশ দুই জঙ্গি

মার খেয়েও শিক্ষা নিচ্ছে না পাকিস্তান। বারবার জঙ্গি লেলিয়ে দিচ্ছে ভারতের সীমান্তে। এবার রাতের অন্ধাকারে বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা করে পাকিস্তান। যা ফের ভণ্ডুল করে দিল ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার গভীর রাতে জম্মু–কাশ্মীরের রাজৌরি জেলায়, নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে দুই পাকিস্তানের জঙ্গি। সংঘর্ষে ঘায়েল হয়েছে আরও এক জঙ্গি বলে খবর।
সেনাবাহিনী সূত্রে খবর, রাতের অন্ধকারে রাজৌরির নৌশেরা সেক্টরে সন্দেহজনক গতিবিধি দেখে এগিয়ে যায় সেনা জওয়ানরা। চ্যালেঞ্জ করলে গুলি ছোঁড়ে তারা। তখনই পালটা গুলিতে নিকেশ করা হয় ওই দুই জঙ্গিকে। এমনকী
সংক্ষিপ্ত গুলির লড়াই ছাড়াও বিস্ফোরণ হয়। কোনও জঙ্গি ল্যান্ডমাইনে পা দেওয়ার কারণেই এই বিস্ফোরণ। নিহত দুই পাকজঙ্গির দেহ রাতে উদ্ধার করা হয়নি।
জানা গিয়েছে, বুধবার সকালে দেহ দু’‌টি উদ্ধার করা হয়েছে। রাতের ওই সংঘর্ষের পর গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। এই তিনজনের জঙ্গি ছাড়া আর কোনও জঙ্গি ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত হতেই এই তল্লাশি। ১ জুন কাশ্মীরের এই একই অঞ্চলে তিন পাক–জঙ্গিকে নিকেশ করে আরও একটি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দেয় সেনাবাহিনী। উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র।
উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে এখনও পর্যন্ত কাশ্মীরে কমপক্ষে ১৩০ জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনাবাহিনী। তার মধ্যে শুধু জুন মাসে ৪৮ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। বিনা প্ররোচনায় মঙ্গলবার বিকেলে আবারও কাশ্মীরের কুপওয়ারা জেলায় গোলাবর্ষণ করল পাকিস্তান। মর্টার ছাড়াও অন্যান্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। এখনও পর্যন্ত এলওসি ও জম্মু–কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে ২,৪০০ বেশি সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।