ব্রেকিং নিউজ রাজ্য

গড়িয়াহাট এলাকায় জোড়া খুন

গড়িয়াহাট থানার কাঁকুলিয়া রোডে বাড়ির মধ্যে থেকে জোড়া দেহ উদ্ধার । জানা গেছে, রক্তাক্ত দেহ দুটি বাড়ির মালিক ও তাঁর গাড়ি চালকের। মৃত ২ জনের নাম সুবীর চাকি ও তাঁর চালক রবীন মণ্ডল।
পুলিশ সূত্রে খবর, কাঁকুলিয়া রোডে ওই পৈত্রিক সম্পত্তি বিক্রির কথা চলছিল। গতকাল বিকেল সাড়ে ৫টা নাগাদ নিউটাউনের বাড়ি থেকে কাঁকুলিয়া রোডের বাড়িতে আসেন বছর একষট্টির প্রৌঢ় ও তাঁর গাড়িচালক। সম্পত্তি বিক্রি নিয়ে আলোচনার জন্য ফোনে কাউকে ডাকা হয়। সন্ধে থেকেই মোবাইল ফোন বন্ধ হয়ে যায় প্রৌঢ় ও গাড়িচালকের। পরিবারের সদস্যরা প্রতিবেশী ও গড়িয়াহাট থানায় বিষয়টি জানান। এরপরই পুলিশ এসে একতলা থেকে মালিক ও দোতলা থেকে চালকের দেহ উদ্ধার করে। দেহদুটির ঘাড়, কবজি ও পায়ে গভীর ক্ষত ছিল। খুনের নেপথ্যে সম্পত্তি সংক্রান্ত বিবাদ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড শাখা।