সোমবার শপথ নিলেন সুপ্রিম কোর্টের আরও দুই নতুন বিচারপতি। গত শুক্রবার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু দুই বিচারপতির নাম ঘোষণা করেছিলেন। কলেজিয়ামের সুপারিশ মেনেই রাজেশ বিন্দাল ও অরবিন্দ কুমারের নাম চূড়ান্ত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এদিন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমার শপথবাক্য পাঠ করেন। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাঁদের শপথবাক্য পাঠ করান। প্রসঙ্গত, শীর্ষ আদালতের বিচারপতি নিয়োগ ঘিরে একাধিকবার সংঘাতে জড়িয়েছে সুপ্রিম কোর্ট ও কেন্দ্র সরকার।
সুপ্রিম কোর্টের কলেজিয়ামের মাধ্যমে চলতি মাসের ৬ তারিখ ওই দুই বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের জন্য কেন্দ্রীয় আইনমন্ত্রকের কাছে সুপারিশ করেছিল। এই নিয়ে মোট ৭ জন নতুন বিচারপতি যুক্ত হল সুপ্রিম কোর্টে।
উল্লেখ্য, এই বিচারপতিরা দেশের শীর্ষ আদালতে দায়িত্বভার গ্রহণ করলে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা হবে ৩৪। অনুমোদিত সংখ্যা ৩৬। এই অনুমোদিত বিচারপতির সংখ্যার মধ্যে দেশের প্রধান বিচারপতিও রয়েছেন। এর আগে, জানুয়ারির শেষ সপ্তাহেই কলেজিয়ামের তরফে বিচারপতির তালিকায় দু’টি নাম সুপারিশ করা হয়েছে। তাঁদের মধ্যে একজন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং অন্যজন গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমার।