রামপুরহাটের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এদিন, বগটুইয়ে উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় গ্রেফতার করা হল আরও ২ জনকে। নলহাটি ও মাড়গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ। ধৃত ভাসন শেখ ও সফিক শেখকে আজ, বৃহস্পতিবারই রামপুরহাট আদালতে তোলা হবে বলে জানা গেছে। উপপ্রধান ভাদু শেখ খুনে এই নিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করল পুলিশ।
ভাদু খুনের ঘটনায় ইতিমধ্যেই ১০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুন, খুনের উদ্দেশ্যে বহু লোকের জমায়েত ও বিস্ফোরক আইনের ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভাদু শেখ খুনে ঘটনার পরই হানিফ শেখকে গ্রেফতার করেছিল পুলিশ। মঙ্গলবার শেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ নামে আরও তিনজনকে মালদহ থেকে গ্রেফতার করা হয়। বুধবার রাতে আরও ২ জনকে পাকড়াও করল পুলিশ।
দশ দিন আগে রামপুরহাটের বগটুই গ্রাম মোড়ে নিজের বাড়ির কাছেই খুন হন বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। বাড়ির সামনে চায়ের দোকানেই বসেছিলেন তিনি। তখনই তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ভাদু খুনের সেই রাতেই নৃশংস হামলা হয় বগটুই গ্রামের পূর্বপাড়ায়। বাড়িতে অগ্নিসংযোগ ঘটিয়ে ৯ জনকে পুড়িয়ে মারা হয়। এখনো তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
কলকাতা হাইকোর্ট এই নারকীয় হত্যাকাণ্ডের তদন্তের ভার দিয়েছে সিবিআইকে। পাশাপাশি ভাদু শেখের খুনের তদন্ত কে করবে, তা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে।