ব্রেকিং নিউজ রাজ্য

আনিসের বাড়িতে ঢুকতে বাধা রাজ্যের দুই মন্ত্রীকে

আনিসের বাড়িতে যাওয়ার পথে বাধার মুখে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও পুলক রায়। গ্রামে ঢোকার সময় তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। রাস্তা অবরোধ করে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে ফিরতে বাধ্য হলেন ফিরহাদ হাকিম।

ওই এলাকার কাশেম সিদ্দিকীর সঙ্গে কথা বলে তাকে সাথে করে নিয়ে আনিসের বাড়ি দিকে রওনা দিলেই ঘটে এই বিপত্তি। আই এস এফ এর কর্মীদের বক্তব্য। আজ আনিসের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে এই ব্যাক্তিরা এসে তাকে কলঙ্কিত করতে চলেছে তাই তাদেরকে ফিরিয়ে দিয়েছেন তারা। এরপর এবাদাতে কলকাতার দিকে রওনা দিলেন ফিরহাদ হাকিম।

অন্যদিকে, আজ হাওড়ার আমতা থেকে ন্যায় যাত্রা করে রাজ্য জাতীয় কংগ্রেস। আজ সকালে আনিসের বাড়িতে এসে আনিসের বাবার সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। আনিসের বাবার হাতে তুলে দেন আর্থিক সাহায্য।

আনিসের বাড়ি থেকে মিছিল শুরু হয়, সেখান থেকে আমতা সীমানগড়া, সেখান থেকে বাইনানে। তারপর সেখানে সাময়িক বিরতি নিয়ে মিছিল যায় সত্যপীর তলায়। সেখান থেকে মিছিল এসে পৌঁছায় কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে। প্রদেশ কংগ্রেস সূত্রের খবর, আনিস কাণ্ডে দোষীদের অবিলম্বে গ্রেফতার করা এবং তার প্রতি ন্যায় বিচার চেয়েই এই মিছিল করা হয় । যদিও আনিস খান হত্যাকাণ্ডের এখনো পর্যন্ত কিনারা করতে পারেনি পুলিশ।