রাজ্য লিড নিউজ

বাংলা থেকে গ্রেফতার বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণের দুই মাস্টারমাইন্ড

বেঙ্গালুরুর জনপ্রিয় রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় শুক্রবার পশ্চিমবঙ্গ থেকে সন্দেহজনক দুজনকে গ্রেফতার করে এনআইএ। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির মিডিয়া সেলের আহ্বায়ক অমিত মালব্য।

তিনি দাবি করেন, বাংলা সন্ত্রাসবাদীরে জন্য নিরাপদ জায়গা। অমিত মালব্যর এহেন মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করে অমিত মালব্যর দাবি খারিজ করে দিল রাজ্য পুলিশ। পুলিশের তরফে টুইটে দাবি করা হয়, বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণ নিয়ে বিজেপি নেতা অমিত মালব্য যে দাবি করেছেন তা ঠিক নয়। আসল ঘটনা সম্পূর্ণ বিপরীত।

উল্লেখ্য, গত ১ মার্চ বেঙ্গালুরুর জনপ্রিয় রামেশ্বরম ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে তিনজন কর্মী ও দুইজন ক্রেতা আহত হন। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বম্ব স্কোয়াড এবং দমকলকর্মীরা।

আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক ছিল। ক্যাফেতে রাখা একটি ব্যাগ থেকে এদিন বিস্ফোরণ হয়। এরপরই ক্যাফের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করে বেঙ্গালুরু পুলিশ।

ইতিমধ্যেই বিস্ফোরণের ঘটনায় বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন এবং বিস্ফোরক পদার্থ আইনের অধীনে মামলা দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ। একইসঙ্গে এটি আইইডি বিস্ফোরণ বলেই দাবি পুলিশের।