জেলা ব্রেকিং নিউজ

শিক্ষকের বাড়ি থেকে আটক দুই জেএমবি জঙ্গি

হাওড়ার বুকে জঙ্গিদের আশ্রয় এবং তা নিয়ে উত্তেজনা ছড়াল এলাকায়। ঘটনাটি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে কারণ এক শিক্ষকের বাড়ি থেকে আটক করা হয় জেএমবি গোষ্ঠীর দুজনকে।

সূত্রের খবর, ধৃতের নাম আনিরুদ্দিন আনসারি। পেশায় শিক্ষক ব্যক্তিটি প্রকৃতপক্ষে পুরুলিয়ার বাসিন্দা। সে হাওড়ার বাঁকরায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এবং সেই সুযোগেই সে তার বাড়িতে আশ্রয় দেন জেএমবি গোষ্ঠীর দুই জঙ্গিকে। সেই জঙ্গিরা হাওড়ার মধ্যে কতদিন ঘাঁটি পেতে রয়েছে তা জানা না গেলেও পরবর্তীকালে ঘটনাটির সন্ধান পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাদের গ্রেফতার করতে দলবল নিয়ে হাজির হয় শিক্ষক বাড়িতে। এবং সেখানে গিয়ে তারা আনসারী এবং ওই দুইজনকে গ্রেফতার করেছে।

অভিযোগ, ধৃত শিক্ষক তার নিজের বাড়িতেই দুজন জেএমবি জঙ্গিকে আশ্রয় দেন।এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা।ধৃত ওই স্কুল শিক্ষক এই জঙ্গী কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।পাশাপাশি এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা।স্বভাবতই ঘটনাটি জানাজানি হওয়ার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং হাওড়ার মত এত জনবহুল এলাকায় তারা কি করে এতদিন ঘাঁটি পেতে বসে রইল সেই দুশ্চিন্তায় ঘুম হয়েছে রাজ্যবাসীর।