বিজ্ঞান-প্রযুক্তি

দুই ভারতীয় কিশোরী দিল গ্রহাণুর খোঁজ

হাওয়াই বিশ্ববিদ্যালয়ের টেলিস্কোপে তোলা ছবি বিশ্লেষণ করে স্কুলে পড়ুয়া দুই ভারতীয় কিশোরী পৃথিবীর পথে থাকা একটি গ্রহাণুর খোঁজ দিয়েছে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা ইনস্টিটিউট। গ্রহাণুটি এখন মঙ্গলগ্রহের কাছে অবস্থান করছে; প্রায় দশ লাখ বছর সময়ের মধ্যে এটি পৃথিবীর কাছ দিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে, সোমবার বলেছে বেসরকারি মহাকাশ গবেষণা ইনস্টিটিউট স্পেস ইন্ডিয়া। সুরাটের দুই কিশোরী এই বেসরকারি প্রতিষ্ঠানেই জ্যেতির্বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণ নিয়েছিল।

“কখন আমরা গ্রহণুটির নাম রাখার সুযোগ পাব, সেদিকে তাকিয়ে আছি,“ বলেছেন স্কুলছাত্রী বৈদেহী ভেকারিয়া। বড় হলে নভোচারী হতে চান তিনি।

গ্রহাণুটিকে আপাতত এইচএলভি২৫১৪ নামে ডাকা হচ্ছে। নাসা এর কক্ষপথ নিশ্চিত হওয়ার পরই গ্রহাণুটির আনুষ্ঠানিক নাম দেওয়া হবে বলে স্পেস ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন। বৈদেহী ছাড়া অন্য যে কিশোরী গ্রহাণুটির আবিষ্কারের সঙ্গে জড়িত তার নাম রাধিকা লাখানি।