আন্তর্জাতিক

পাকিস্তানে নিখোঁজ ভারতীয় দূতাবাসের কর্মীরা

পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশনের দু’‌জন কর্মী নিখোঁজ বলে খবর। ইসলামাবাদে ভারতের ওই দু’‌জন আধিকারিক কাজ করতেন। রবিবার থেকেই এই কর্মীদের কোনও খোঁজ মিলছে বলে অভিযোগ করা হয়েছে। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই এই খবর দিয়েছে। এদিকে এই বিষয়ে পাকিস্তান এখনও কোনও বক্তব্য পেশ করেনি। ফলে ভারত–পাক সম্পর্ক আবার টেনশনের স্তরে পৌঁছবে বলে মনে করা হচ্ছে।
কিছুদিন আগে ইসলামাবাদে থাকা ভারতীয় দূতাবাসের আধিকারিক গৌরব আলুওয়ালিয়াকে মোটরবাইকে কয়েকজন পিছু নিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এবার এই দুই কর্মী নিখোঁজের পেছনে আইএসআই হাত রয়েছে বলে উঠেছে গুঞ্জন। সকাল ৮টা থেকে ওই দুই কূটনীতিককে পাওয়া যাচ্ছে না বলে খবর। এই ব্যাপারে পাকিস্তানের কাছে অভিযোগ জানিয়েছে নয়াদিল্লি।
নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে কর্মরত দুই কূটনীতিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারত থেকে বহিষ্কার করা হয়। তাঁরা দু’জনে হাইকমিশনের ভিসা সেকশনে কাজ করতেন। ওই ঘটনার পরেই ভারতীয় কূটনীতিকদের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটল। সম্প্রতি গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তান দূতাবাসের দুই ভিসা অফিসারকে আটক করে দিল্লি পুলিশ। আবিদ হুসেন ও তাহির খান নামের সেই দুই ব্যক্তি পাকিস্তানের আইএসআই–এর হয়ে কাজ করেন। পাশাপাশি জাভেদ বলে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তার প্রতিশোধ এভাবে নেওয়া হল বলে মনে করা হচ্ছে।
হাই কমিশনের আধিকারিক ও কর্মীদের অযথা হয়রানি করা হচ্ছে বলে গত মার্চ মাসে পাকিস্তানে ভারতের হাই কমিশন ইসলামাবাদে বিদেশমন্ত্রকের কাছে কড়া প্রতিবাদপত্র পাঠিয়েছিল। ওই প্রতিবাদপত্রে ১৩টি ঘটনার উল্লেখ করা হয়েছিল। বলা হয়েছিল, এই সব ঘটনার যেন দ্রুত তদন্ত হয়। জম্মু–কাশ্মীর জন সংবাদ র‌্যালিতে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, একটু অপেক্ষা করুন। শীঘ্রই পাক–অধিকৃত কাশ্মীরের মানুষরা ভারতের সঙ্গে থাকার দাবি জানাবেন। পাকিস্তানের অধীনে থাকবে না বলে যেদিন জানাবে, সেদিন আমাদের সংসদের লক্ষ্য পূরণ হবে।