ব্রেকিং নিউজ রাজ্য

মাদক পাচার চক্রে পুলিশের জালে দুই

কলকাতা পুলিশের এসটিএফের হাতে মাদক সহ গ্রেপ্তার দুই ব্যক্তি। ট্যাংরা থেকে বৃহস্পতিবার রাত প্রায় ১০টা নাগাদ তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর মারফত জানা গিয়েছে, ধৃত ২ জনের একজন বনগাঁর বাসিন্দা, অপরজন রাজস্থানের। এদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এসটিএফ সূত্রে খবর, ধৃতদের একজনের নাম আমজাদ খান(৩৬)। আমজাদ রাজস্থানের ঝালওয়ারের বাসিন্দা। অপরজন পীযূষ মণ্ডল ওরফে নিধুর বাড়ি পশ্চিমবঙ্গের বনগাঁয়। এরা দু’জনে কলকাতায় বসেই নিষিদ্ধ মাদকের ব্যবসা রমরমিয়ে চালাচ্ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

ট্যাংরা থানার পুলিশের নেতৃত্বে ট্যাংরা এলাকায় বৃহস্পতিবার অভিযান চালান তদন্তকারীরা। গোপন ডেরায় হানা দিয়ে উদ্ধার হয় প্রচুর নিষিদ্ধ মাদক। ১.০৪৩ কেজি অ্যাম্ফিটেরামাইন, ১.০৪৫ কেজি মিথাকালোন এবং ১৬৪ গ্রাম অজানা একধরনের মাদকের পাশাপাশি দুই ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেন তদন্তকারীরা। এসটিএফের প্রাথমিক অনুমান, আন্তর্জাতিক কালো বাজারে যার আনুমানিক মূল্য ১০ কোটিরও বেশি।

ধৃতদের শুক্রবার আদালতে পেশ করা হয়। ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে এসটিএফ। পাশাপাশি ট্যাংরা এলাকায় এত বড় মাদকচক্রের হদিশ মেলায় এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।