রাজ্য লিড নিউজ

ইউটিউবে আপলোড করা নাচের ভিডিও ‘অশ্লীল’, অভিযোগে দুই মহিলা শিল্পীকে বেধড়ক মারধর, গরম রডের ছ্যাঁকা

গান গাওয়ার জন্যে দুই মহিলা সঙ্গীত শিল্পীকে গরম লোহার রডের ছেঁকা দিয়ে বেধড়ক পেটাল দুষ্কৃতীরা। এই ঘটনায় থানায় এফআইআর করেও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ শিল্পীদের। ঘটনাটি ঘটে গত ১২ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার জেলার রহড়া অঞ্চলে।

কলকাতার দুই মহিলা শিল্পী শ্রী ভদ্র এবং সন্নটি মিত্র সম্প্রতি হিন্দি ভাষায় ইউটিউবে একটি রসোগোল্লা নামে আইটেম সং লঞ্চ করেন। এক সপ্তাহের মধ্যেই সেই গানের ভিউ লক্ষাধিক ছাড়িয়ে যায়। ভিডিওটি অশ্লীল এই অভিযোগ তুলে কিছু লোক দুই শিল্পীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় কমেন্টের মাধ্যমে।

ভিডিওর সাফল্য সেলিব্রেট করতে রহড়ার দোপেরিয়া বলে একটি জায়গায় গিয়েছিলেন সন্নতি ও শ্রী। অভিযোগ, সেখানেই দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা করে। প্রত্যেকে হেলমেট পরে ছিল। আর তাদের মুখে মাস্ক ছিল। এ বিষয়ে কথা বলতে গিয়ে সন্নতি জানান, একটি সরু রাস্তা দিয়ে তাঁরা যাচ্ছিলেন। আচমকা বাইকে করে দুষ্কৃতীরা এসে প্রথমে শ্রীকে আঘাত করেন। শ্রী তাঁকে ডাকেন। বান্ধবীর ডাক শুনে পিছন ফিরে সবে তাকিয়েছিলেন। তখনই এক দুষ্কৃতী তাঁর মাথার পিছনে মারে। দুষ্কৃতীরা বলতে থাকে এই আপত্তিকর গান তারা কেন ইউটিউবে আপলোড করেছেন ? এরপর বাইকে চেপে দুষ্কৃতিরা পালিয়ে যায়।

খানিকক্ষণের মধ্যেই সন্নটির কান থেকে রক্ত পড়া শুরু হয় এবং তিনি জ্ঞান হারান। এরপরে স্থানীয় জনগণের সহায়তায় তারা কোনভাবে কাছাকাছি বন্দিপুর চিকিৎসা কেন্দ্রে পৌঁছান এবং রহড়া থানায় এফ আই আর করেন।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে ডেকেও পাঠানো হয়েছে বলে খবর।