রাজ্য লিড নিউজ

ব্রেক কষে হাতির প্রাণ বাঁচালেন দুই চালক

মাস দুয়েকের মধ্যে এই নিয়ে চার বার। জরুরীকালীন ব্রেক কষে হাতিকে বাঁচালেন দুই চালক। এবারের ঘটনাটিও নাগরাকাটা ও চালসা স্টেশনের মাঝে।

রবিবার বিকেলে চাপরামারির জঙ্গল চেরা ওই রেলপথে ১৫৬৪৮ ডাউন বামনহাট- শিলিগুড়ি এক্সপ্রেস ট্রেনের চালক পি.এন টোপ্পো ও সহ চালক এ.কে.ঝা হঠাৎই লাইনের পাশে একটি হাতিকে চলে আসতে দেখেন। স্থানটি ৭১/৫-৬ নম্বর রেল পিলারের কাছে।

সাথে সাথে তাঁরা জরুরীকালীন ব্রেক কষে ট্রেনের গতি আরো শ্লথ করে দেন। ওই পথে এমনিতেই ধীর গতিতে ট্রেন চলে। হাতিটি লাইন ছেড়ে জঙ্গলে ঢোকার পরই তাঁরা ফের প্রায় থেমে যাওয়া ট্রেন চালানো শুরু করেন। এর আগে গত ২৯ ও ৩১ অগাস্ট এবং ১১ ও ৩০ সেপ্টেম্বর একইভাবে ৪ টি হাতির জীবন রক্ষা করেছিলেন ট্রেন চালকরা।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দিলীপ কুমার সিং বলেন, জঙ্গলের রুটে বরাবরই নিয়ন্ত্রিত বেগে ট্রেন চালানো হয়। চালকদেরও সব সময় সতর্ক থাকার নির্দেশ দেওয়া আছে।