RG Kar হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের অনশন কর্মসূচি ১২ দিন পার করল। এমনই প্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সংহতি জানিয়ে বুধবার অনশনে বসেন উত্তরপ্রদেশের লক্ষ্ণৌর কিং জর্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের দু’জন জুনিয়র চিকিৎসক। লক্ষ্ণৌর ওই চিকিৎসকদের দাবি, চিকিৎসকদের নিরাপত্তার জন্য ‘সেন্ট্রাল প্রটেকশন অ্যাক্ট’ বলবৎ করতে হবে।
RG Kar হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে ৫ অক্টোবর থেকে কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ জন জুনিয়র চিকিৎসক অনশনে বসেন। এর মধ্যে ৬ জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অনশনকারী ৮ জন চিকিৎসকের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
বুধবার বিকেলে ধর্মতলা এলাকায় ঝড়বৃষ্টি হওয়ায় অনশন মঞ্চ প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়। জুনিয়র চিকিৎসকেরা নিজেরা বাঁশ-দড়ি-ত্রিপল নিয়ে বেঁধে অনশন মঞ্চকে কোনক্রমে রক্ষা করেন।
এদিকে চিকিৎসকদের ‘দ্রোহের কার্নিভ্যালে’ হাজারো মানুষের অংশগ্রহণ দেখে আয়োজক প্রতিষ্ঠান ‘জয়েন্ট ফোরাম অব ডক্টরস’ বলেছে, চিকিৎসকদের আন্দোলনের প্রতি কলকাতাসহ রাজ্যের মানুষের এই একাত্মতা ঘোষণায় সামনের দিনগুলোয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করতে হতে পারে।