সপ্তাহে দু’দিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন। নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কিছু কিছু জায়গায় স্থানীয়ভাবে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। আর সেই কারণেই তার শৃঙ্খল ভাঙতে এখন রাজ্যে সপ্তাহে দু’দিন সম্পূর্ণ লকডাউন থাকবে গোটা রাজ্যে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার সম্পূর্ণ লকডাউন থাকবে। একইসঙ্গে এদিন নবান্নের তরফে ইন্টিগ্রেটেড হেল্পলাইন নম্বর–১৮০০৩১৩৪৪৪২২২, ০৩৩২৩৪১২৬০০। টেলিফোনে ওষুধ পাওয়ার জন্য ০৩৩২৩৫৭৬০০১ এবং অ্যাম্বুল্যান্সের জন্য ০৩৩৪০৯০২৯২৯—নম্বরগুলি ঘোষণা করা হয়েছে।
আলাপনবাবু এদিন জানান, এই দু’দিন অফিস, কাছারি কিছু খুলবে না। কোনও পরিবহণ চলবে না। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যে কড়া লকডাউন হবে। আগামী সপ্তাহের একটি দিন হল বুধবার। অন্য একটি দিন কবে তা পরে ঘোষণা হবে। পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি গভীর সংকটজনক। রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে।
সোমবার সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রসচিব বলেন, ‘আমলা, বিশেষজ্ঞদের কমিটি আলোচনা করার পর মনে করছে, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এই লকডাউন জরুরি। তাই গোটা রাজ্যে এই দু’দিন করে লকডাউন হবে। তবে কনটেনমেন্ট জোনে যেমন পুরো লকডাউন চলছে তেমন চলবে। প্রতি সপ্তাহের শুরুতেই উচ্চ–পর্যায়ের এই কমিটি বৈঠক করে সেই সপ্তাহে কোন দিন লকডাউন করা হবে তা সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করবে। অর্থাৎ প্রতি সপ্তাহে নির্দিষ্ট দু’দিনে লকডাউন হবে এমন নয়।
অবিলম্বে ভাইরাসের সংক্রমণ শৃঙ্খল ভাঙতে হবে। উল্লেখ্য, রবিবার একদিনে এরাজ্যে করোনায় আক্রান্ত হন ২,২৭৮ জন। আজ লকডাউন আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। আরও কঠোর লকডাউন মেনে চলতে হবে বলে স্পষ্ট ঘোষণা স্বরাষ্ট্রসচিবের। জরুরি পরিষেবা বাদে সব কিছুই বন্ধ থাকতে পারে। এমনকী বাজার, দোকানও বন্ধ রাখা হতে পারে।