শিশুর জোড়া দেহ উদ্ধার। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকায় ইছামতি নদীর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। ঘাটের কাছে দুই শিশুর দেহ ভেসে ওঠে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শৌচকর্ম করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি মৃতদেহটি দেখতে পায়। তাতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। ওই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুপুরের দিকে থানা ঘাটের পাশে শৌচকর্ম করতে গিয়ে সেখানে পচা গন্ধ পান। তাতে সন্দেহ হয় তাঁর। পরে দেখে তীরের কাছে পানার মধ্যে একটি শিশুর দেহ ভেসে রয়েছে। মুখে রক্ত লেগে রয়েছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে নেমে পড়ে। ওই শিশুকে উদ্ধার করার পরেই আরও একটি শিশুর দেহও সেখান থেকে উদ্ধার হয়। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। দুই শিশুর পরিচয় জানতে তদন্ত শুরু করেছে তাঁরা।