জেলা ব্রেকিং নিউজ

দুটো ভাল্লুক শাবক উদ্ধার

শনিবার ভোররাতে পরিত্যক্ত এলাকায় দুটো ভাল্লুক শাবক আত্মগোপন করে রাখে পাচারকারীরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার কাটাখাল এলাকায়।

শাবক দুটোর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে দেখে দুটো বিরল প্রজাতির ভাল্লুক শাবক খাঁচা বন্দি অবস্থায় পড়ে রয়েছে।তারপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ ও বনদপ্তর এর কর্মীরা।তারা  গিয়ে ভাল্লুক শাবক দুটি উদ্ধার করে। প্রথমে বসিরহাট বনদপ্তর অফিসে আনা হয় তারপর শাবক দুটির প্রাথমিক চিকিৎসা করে সল্টলেকে বনবিতান এ নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গিয়ে তাদের প্রথম পর্যায়ের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে,তারা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে তাদেরকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।

পুলিশ ও বনদপ্তর এর প্রাথমিক অনুমান, এই বিরল প্রজাতির ভাল্লুক শাবক বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এখানে আনা হয়েছিল। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।এর সঙ্গে আন্তর্জাতিক কোনো পাচার চক্রের যোগসূত্র আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে ওই এলাকা থেকে অনেকগুলি বিরল প্রজাতির পাখি উদ্ধার করে হাসনাবাদ থানার পুলিশ। বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে খাঁচা বন্দি অবস্থায় রাখা ছিল পাখিগুলি। তাই পুলিশের অনুমান, পাচারকারীরা ওই এলাকার হতে পারে।তবে তারা অবশ্যই গ্রেফতার হবে বলে জানিয়েছে পুলিশ।