পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নির্ধারণ হয়ে গিয়েছে। আর ভোট ঘোষণা হতেই দুই ব্যাগ তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত ঘুটিয়ারি শরীফ সুভাষ পল্লী এলাকায়।
শনিবার সকালে দুই ব্যাগ তাজা বোমা উদ্ধার হয়েছে একটি ফাঁকা এলাকা থেকে। পঞ্চায়েত ভোটের আগে এলাকায় অশান্তি ছড়ানোর জন্য এই বোমা মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু করছে ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ।
যদিও স্থানীয় মানুষদের দাবি, এই বোমা পুলিশই সকালে রেখে গিয়েছে। তারপর নিজেরাই সেই বোমা ভর্তি ব্যাগের ছবি তুলেছে। কালা নামে যে ব্যক্তিকে পুলিশ আটক করেছে তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে পুলিশ বলে অভিযোগ করে স্থানীয়রা। ভোটে মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল কালার সেই কারণেই তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে দাবি স্থানীয়দের।
তাঁদের আরও দাবি, এই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ রয়েছে। সেই কারণে মাদার তৃণমূলের কর্মী কালাকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য পুলিশের সঙ্গে যোগসাজস এই করেছে যুব তৃণমূল। যদিও এই অভিযোগ নস্যাৎ করেছে পুলিশ এবং যুব তৃণমূল কর্মীরা।