গণ-ছাঁটাই -এর পর কিছু কর্মীর চাকরি ফিরিয়ে দিল টুইটার। টুইটারের বেশ কয়েকজন বরখাস্ত হয়ে যাওয়া কর্মীকে পুনর্বহাল করলেন এলন মাস্ক। তাঁদের চাকরিতে ফিরতে বলা হয়েছে।
ব্লুমবার্গের এক রিপোর্ট থেকে জানা গিয়েছে,’ভুল’ করে এই কর্মীদের চিঠি ধরিয়ে দিয়েছিল টুইটার। পরে তা বুঝতে পেরে তাদেরকে কাজে ফিরতে অনুরোধ করা হয়েছে। টুইটারকে লাভজনক করে তুলতেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত এলন মাস্কের।
টুইট করে তিনি জানান, টুইটার দিনে ৪ মিলিয়ন ডলার(৩২.৮৬ কোটি টাকা) করে লোকসান করছে। তাই দুর্ভাগ্যবশত হলেও কর্মী ছাঁটাই করা ছাড়া উপায় নেই তার কাছে। তবে বরখাস্ত হওয়া প্রত্যেক কর্মীকে ৩ মাসের বেতন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ভারত অফিসের ৯০ ভাগ কর্মীকে ছাঁটাই করেছে টুইটার। গত শুক্রবার থেকে ভারতে কর্মী ছাঁটাই শুরু করেছে টুইটার। ভারতে এর আগে টুইটারের প্রায় ২৫০ জন কর্মী ছিলেন। এখন সেই সংখ্যাটা নেমে ১০-এ দাঁড়িয়েছে।
রিপোর্ট অনুযায়ী, প্রোডাক্ট এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীদেরও ছাঁটাই করা হয়েছে। তার আগে তাঁরা গত ২ মাসে কী কোডিং, কাজ করেছেন তাঁর প্রিন্টআউট পাঠাতে বলা হয়েছিল। সেগুলি খতিয়ে দেখার জন্য টেসলার ইঞ্জিনিয়ারদের এনেছিলেন এলন মাস্ক। এর পাশাপাশি কমিউনিকেশন, কনটেন্ট কিউরেশন, মানবাধিকার এবং মেশিন লার্নিং নৈতিকতার প্রয়োগের দায়িত্বে থাকা টিমগুলিও বরখাস্ত করা হয়েছে।