সিদ্ধান্ত পরিবর্তন! ৪,৪০০ কোটি ডলারের টুইটার কেনার চুক্তি বাতিল করে দিলেন এলন মাস্ক। ভুয়ো টুইটার অ্যাকাউন্ট নিয়ে কোনও তথ্য তাঁকে দিতে পারেনি টুইটার সংস্থা। আর সেই কারণেই টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক।
এলনের আইনজীবী বলেন, টুইটারকে তাদের প্ল্যাটফর্মে জাল বা স্প্যাম অ্যাকাউন্টের তথ্য চেয়ে একাধিকবার অনুরোধ সত্ত্বেও তারা কোনও জবাব দেয়নি। তাই এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবী।
জানা গিয়েছে, গত ২৫ এপ্রিল টুইটারের মালিকানা পেয়েছিলেন মাস্ক। টুইটার কেনার জন্য ব্যাঙ্ক থেকে বিপুল অর্থ ঋণও নিয়েছিলেন। যা শোধ করার জন্য কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন মাস্ক। খরচ কমানোর জন্য সংস্থার কিছু উচ্চপদস্থ কর্মীর বেতনও কমানোর কথাও ঋণদাতা সংস্থাগুলিকে জানান তিনি। এরপর টুইটার না কেনার সিদ্ধান্তের কথা জানান তিনি। স্বাভাবিকভাবেই মাস্কের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ টুইটার। সংস্থার চেয়ারম্যান ব্রেট টেইলো জানিয়েছেন, এ ব্যাপারে এলনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন তারা।