অবশেষে ভারতে চালু হয়ে গেল টুইটার ব্লু সাবস্ক্রিপশন পরিষেবা। তবে এই ব্লু সাবস্ক্রিপশন মোটেই বিনামূল্যে নয়। এক্ষেত্রে টুইটার অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের নিজের পকেট থেকে খসাতে হবে অতিরিক্ত ৯০০ টাকা। আর ওয়েব ব্যবহারকারীদের প্রতি মাসে ৬৫০ টাকা খরচ করতে হবে। এছাড়াও রয়েছে অ্যানুয়াল প্ল্যান কেনার সুযোগ। অ্যানুয়াল প্ল্যানের জন্য গ্রাহককে দিতে হবে বছরে ৬,৮০০ টাকা। সেক্ষেত্রে ব্লু সাবস্ক্রিপশন কিনতে অনেকটা টাকাই কম পড়বে।
জানা গিয়েছে,যারা ভেরিফায়েড ফোন নম্বর দিয়ে সাবস্ক্রিপশন করবেন, তারা অটোমেটিক্যালি নিজেদের টুইটার প্রোফাইলে ব্লু ভেরিফায়েড ব্যাজ পেয়ে যাবেন। এই ব্যাজ বলে দেবে আপনার অ্যাকাউন্টটি অথেন্টিক কিনা। পাশাপাশি বেশ কিছু অ্যাডভার্টাইজ,লম্বা পোস্ট এবং আপকামিং ফিচারের আরলি অ্যাকসেস পাবেন। এতদিন পর্যন্ত আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, ব্রিটেল, সৌদি আরব, ফ্রান্স, জার্মানি, ইটালি, পোর্তুগাল, স্পেন, ইন্দোনেশিনয়া ও ব্রাজিলে এই ব্লু সাবস্ক্রিপশনের সুযোগ মিলত। এবার সেই তালিকায় ঢুকে গেল ভারত। এছাড়াও ভেরিফায়েড ইউজাররা যে কোনও টুইট পোস্ট করার ৩০ মিনিটের মধ্যে ৫ বার তা এডিট করারও সুযোগ পাবেন। এলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর থেকেই একগুচ্ছ বদল এসেছে। আপাতত সংস্থার কোষাগার ভরানোর জন্য নানাবিধ পন্থা নিচ্ছেন এলন মাস্ক। ব্লু সাবস্ক্রিপশনের প্ল্যান তার মধ্যেই একটি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।