আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই বিস্ফোরণে কেঁপে উঠবে নয়ডা। মাত্র ৯ সেকেন্ডে ভেঙে পড়বে বহু বিতর্কিত টুইন টাওয়ার। তার আগে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আবাসিক সহ স্থানীয় বাসিন্দাদের।
ইতিমধ্যেই নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে টুইন টাওয়ার চত্বর। আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা। মোতায়েন থাকছে ৫৬০ পুলিশ কর্মী। এছাড়াও অতিরিক্ত ১০০ ফোর্স রাখা হয়েছে। থাকছে চারটি কুইক রেসপন্স টিম, বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। একাধিক ট্রাফিক নিয়মেও পরিবর্তন করা হয়েছে। এলাকায় সাতটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। নয়ডা সেক্টর ৯৩এ এলাকায় পথচলতি সাধারণ মানুষকে এলাকা খালি করে দেওয়ার জন্য মাইকে ঘোষণা করা হচ্ছে। নয়ডা টুইন টাওয়ার সংলগ্ন দু’টি আবাসনের রান্নার গ্যাস এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
রবিবার দুপুর ২:৩০ মিনিটে বিস্ফোরণ ঘটিয়ে ভেঙে ফেলা হবে এই টুইন টাওয়ার। দুপুর ১টার মধ্যে টুইন টাওয়ার সংলগ্ন আবাসনগুলির বাসিন্দাদের ঘর ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। বিগত তিন মাস ধরে বিল্ডিংয়ের কাঠামোতে গর্ত খুঁড়ে লাগানো হচ্ছে বিস্ফোরক। ৯৪০০ টি গর্ত খোঁড়া হয়েছে বিল্ডিং এর কাঠামোতে। যার মধ্যে ৩৫০০ কিলো বিস্ফোরক ঢুকিয়ে ঘটানো হবে বিস্ফোরণ। ৪০ তলার বিল্ডিংটিতে মোট ৯০০ টি ফ্লাট এবং ২১ টি স্যূইট এবং বহু দোকান ঘর ও অফিস রয়েছে।
You must be logged in to post a comment.