শক্তিশালী তীব্রতার জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। শনিবার বেলা এগারোটা নাগাদ আফগানিস্তানের পশ্চিমাঞ্চল জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে। আফগানিস্তানের হেরাত, বাদঘিস, ফারাহ প্রদেশের বাসিন্দারা ভূকম্পন অনুভব করেন। তবে, কোথাও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমলোজি জানিয়েছে, শনিবার দুপুরে আফগানিস্তানে ৬.১ এবং ৬.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভারতের সময় অনুযায়ী প্রথমে ১২.১১ এবং পরে ১২.৪২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। কম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কিত হয়ে বহু মানুষ ঘর-বাড়ি থেকে বেরিয়ে আসেন।