জন্ম একইসঙ্গে, চাকরিও পেল একইসঙ্গে। তাও আবার একই সংস্থায়, একই বেতনে। শুনতে অবাক লাগছে? কিন্তু এটা গল্প হলেও সত্যি। বর্ধমান জেলার বাসিন্দা হলেও সপ্তর্ষি ও রাজর্ষি মজুমদার আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। তবে অন্ধ্রপ্রদেশের এসআরএম বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক (Btech) ডিগ্রি লাভ করেন দুজনই, একইসঙ্গে। আর সকলকে তাক লাগিয়ে দুজনেই বাগিয়ে নিলেন লোভনীয় বেতনের চাকরি। তাও আবার একই সংস্থায়। বেতনও দুই যমজ ভাইয়ের সমান।
বাবা হোটেলের জেনারেল ম্যানেজার, মা গৃহবধূ। দুই যমজ ভাই সপ্তর্ষি ও রাজর্ষি মজুমদার জানিয়েছেন, বাবার বদলির চাকরি, তাই পড়াশোনা শুরু ঝাড়খণ্ডে। প্রথমে বোকারো স্টিল সিটি ও পরে দেওঘরের স্কুলে পড়াশোনা। এখানে স্কুলের গন্ডী পেরিয়ে দুই ভাই পারি দেয় হায়দরাবাদে। সেখানে এসআরএম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে ভর্তি হন দুজনে। স্নাতক ডিগ্রি পাওয়ার পরই ক্যাম্পাস ইন্টারভিউয়ে বসে যমজ ভাই সপ্তর্ষি ও রাজর্ষি মজুমদার। এখানেই চমক অপেক্ষা করছিল, দুজনেই চাকরি পেলেন পিভিপি ইনকর্পোরেশনে, যা গুগল জাপানের একটি পার্টনার সংস্থা। বেতন বার্ষিক ৫০ লক্ষ টাকা। জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশ থেকে স্নাতক ডিগ্রি লাভ করা কোনও পড়ুয়ার জন্য এটাই সর্বাধিক বেতনের চাকরি। স্বভাবতই খুশি তাঁদের পরিবার, এবং চক্ষু চড়কগাছ সহপাঠীদের।