লাইফস্টাইল

হলুদে দূর বলিরেখা

প্রাচীনকাল থেকেই ত্বক সুন্দর করতে হলুদের ব্যবহার হয়ে আসছে। হলুদ যেমন ত্বক দ্রুত উজ্জ্বল করে, তেমনি বলিরেখা দূর করতেও জুড়ি নেই।

কেন ব্যবহার করবেন হলুদ?

  • বলিরেখা দূর করতে সক্ষম হলুদ।
  • সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক রক্ষা করে।
  • ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে।
  • ব্রণ দূর করে।
  • ত্বকের কালচে দাগ ও রোদে পোড়া দাগ দূর করে।

হলুদের প্যাক যেভাবে তৈরি ও ব্যবহার করবেন

  • ১ চা চামচ দুধের সর, ১ টেবিল চামচ চন্দন, ২ টেবিল চামচ বেসন, সামান্য হলুদের গুঁড়ো ও প্রয়োজন মতো অলিভ অয়েল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • ১/৪ চা চামচ হলুদের গুঁড়ো, ১ চা চামচ মধু ও প্রয়োজন মতো তরল দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
  • ডিমের সাদা অংশের সঙ্গে কয়েক ফোঁটা অলিভ অয়েল, লেবুর রস ও হলুদের গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগান। এটি ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করবে।
  • ২ টেবিল চামচ চালের আটার সঙ্গে ১ চা চামচ হলুদ ও প্রয়োজন মতো টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি ব্রণ দূর করতে সাহায্য করবে।
  • সমপরিমাণ নারকেলের দুধ ও মধুর সঙ্গে হলুদের গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগান। ত্বক হবে উজ্জ্বল।
  • একটি ডিমের কুসুমের সঙ্গে এক চিমটি হলুদ ও অলিভ অয়েল মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক হবে নরম।