ব্রেকিং নিউজ রাজ্য

৭ ছাত্রের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে উত্তাল বিশ্বভারতী

ফের ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী। ৭ জন ছাত্রের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে মিছিল করে উপাচার্যের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের৷

কিছুদিন আগে ২৪ দিন ধরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে চলে ছাত্র আন্দোলন। তার প্রেক্ষিতে ৭ জন পড়ুয়াকে ১ বছরের জন্য সাসপেণ্ড করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমনকি, অর্থনীতি বিভাগের এক অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে বরখাস্ত করা হয়৷

এরপরই প্রতিবাদে এদিন উপাচার্যের বিরুদ্ধে উপাসনা গৃহের সামনে থেকে মিছিল করে পড়ুয়ারা৷ পরে কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায়৷ বিক্ষোভের সময় কেন্দ্রীয় কার্যালয়ে নিজ দপ্তরেই ছিলেন উপাচার্য। নতুন করে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

পড়ুয়াদের মধ্যে শুভ নাথ, মীনাক্ষী ভট্টাচার্য বলেন, “অবিলম্বে ৭ জন পড়ুয়ার সাসপেনশন প্রত্যাহার করতে হবে৷ তা না হলে বৃহত্তর আন্দোলনে নামব৷ উপাচার্য আমাদের সঙ্গে কোন রকম আলোচনায় বসছে না।”