পশ্চিম মেদিনীপুরের খড়গপুর প্লাটফর্মে মর্মান্তিক ঘটনা ঘটলো বুধবার বিকেলে। প্লাটফর্মের ফুট ওভার ব্রিজের সামনে দাঁড়িয়ে কথা বলার সময় টিকিট পরীক্ষকের মাথার উপর ছিড়ে পড়ল হাইভোল্টেজ বিদ্যুতের তার। ঘটনায় একজন রক্ষা পেলেও, অপরজন শক পেয়ে পড়ে যান প্লাটফর্মের রেল লাইনের ওপরে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রেলওয়ে হাসপাতালে। ঘটনার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে মর্মান্তিক মুহূর্ত।
খড়গপুর রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট ওই রেলওয়ে টিটির নাম সুজন সিং সর্দার। বুধবার বিকেলে খড়গপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের ফুট ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে দুই টিকিট পরীক্ষক কথা বলছিলেন। ওই সময় সুজন বাবুর মাথার উপর থাকা বিদ্যুতের হাই ভোল্টেজ তার ছিঁড়ে পড়ে।
বিদ্যুৎ শক লেগে ছিটকে পড়েন রেল লাইনের ওপরে। অচেতন সুজন সিং সর্দারকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে খড়গপুর রেলওয়ে হাসপাতালে। তার মাথায় ও শরীরের বেশ কয়েকটি স্থানে চোট রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। তবে রক্ষা পেয়েছেন তার বিপরীতে থাকা অপর টিকিট পরীক্ষক। পুরো ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ পেয়েছে রেলওয়ে।