আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

Tsunami Alert: ইন্দোনেশিয়ায় জারি সুনামি সতর্কতা

ইন্দোনেশিয়ার জাকার্তায় ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৬২। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই প্রশাসনের তরফে আশঙ্কা করা হচ্ছে। তারই মধ্যে মঙ্গলবার সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে সলোমন আইল্যান্ডস। রিখটার স্কেল কম্পনের মাত্রা ছিল ৭.৩। এই ঘটনায় যদিও হতাহতের কোন খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে ইন্দোনেশিয়ায়।

প্রসঙ্গত, সোমবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার জাকার্তা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে জাভার পশ্চিম দিকের এলাকা চিয়ানজুড়ে কম্পনের উৎসস্থল ছিল বলেই জানা যায়। ভূমিকম্পের জেরে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলেই খবর পাওয়া যায়। এরপরই মৃতের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। আহত হয়েছেন আরও ৩০০ জনেরও বেশি মানুষ।

অন্যদিকে,ভূমিকম্পের পরই ওই এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়। সূত্রের খবর, ভূমিকম্পের জেরে ২ হাজার ২০৫টি বাড়ি ভেঙে পড়েছে এবং ৫ হাজার ২৯৬ জন আশ্রয়হীন। এদিকে, বিদ্যুতের জোগানও বন্ধ হয়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা অন্ধকারাচ্ছন্ন। জাভা থেকে ইতিমধ্যেই বহু মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে ইন্দোনেশিয়া প্রশাসন।