ব্রেকিং নিউজ রাজ্য

ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা! বন্ধ ট্রেন, অফিস টাইমে যাত্রী ভোগান্তি

ফের মেট্রো লাইনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। এর আগে, ১৭ অক্টোবর ব্লু লাইন মেট্রোতে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) আত্মহত্যার চেষ্টার ঘটনা সামনে এসেছিল। বুধবার সকালে ফের আত্মহত্যায় চেষ্টাই করেলেন এক ব্যক্তি। যার জেরে চাঁদনি চক স্টেশনের কাছে টানেলেই আটকে পড়ে একটি ট্রেন। অফিস টাইমে নাজেহাল অবস্থা যাত্রীদের।

জানা গিয়েছে, পার্ক স্ট্রিট থেকে স্কুল ফেরত মেয়েকে নিয়ে মেট্রোয় উঠেছিলেন এক মহিলা। তারপর চাঁদনি চকে নেমে হঠাৎ মেয়ের হাত ছেড়ে স্টেশনের দিকে ধেয়ে আসা দক্ষিণেশ্বরগামী ট্রেনের সামনে লাইনে ঝাঁপ দেন। যার জেরেই ট্রেন তৎক্ষণাৎ থেমে যায়। তারপর থেকেই যাত্রী সমেত ট্রেনটি আটকে পড়ে টানেলে। মহিলাকে বাঁচাতে লাইন থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় মেট্রো কর্তৃপক্ষ। ট্রেনে থাকা অন্য যাত্রীদের ধীরে ধীরে বার করে দেওয়া হয়।

মায়ের আত্মহত্যার চেষ্টা দেখে ভয়ে ও কান্নায় ভেঙে পড়েছে তাঁর সঙ্গে থাকা নয় বছরের মেয়েটা।আপ এবং ডাউন, উভয় লাইনে গিরিশ পার্ক থেকে ময়দান স্টেশন পর্যন্ত পরিষেবা বন্ধ হয়ে থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ যাত্রীদের। প্ৰশ্ন উঠছে মেট্রো পরিষেবা নিয়েও।