ফের হুমকি মার্কিন প্রেসিডেন্টের। তবে এবার তাঁর নিশানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বন্ধ করে দেওয়া হবে আর্থিক সাহায্য বলে হু–কে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেই ট্রাম্পের এই চোখরাঙানি। মঙ্গলবার হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে ভারতকে হুমকি দিয়েছিলেন তিনি। আর বুধবার সকালে হুমকি দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে।
আসলে করোনায় বিপর্যস্ত আমেরিকা। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৩ হাজার মানুষের। দিশেহারা হয়ে পড়েছেন ট্রাম্প। আর তা থেকেই ওষুধ চেয়ে ভারতকে হুমকি দিয়েছেন তিনি। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে হুমকি দেওয়ায় শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। হাইড্রঅক্সিক্লোরোকুইন না দিলে ফল ভুগতে হবে ভারতকে বলে হুঁশিয়ারি দিয়ে ছিলেন ট্রাম্প। চীন থেকে ছড়িয়েছে এই মারণ ভাইরাস। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে চীনকে কিছুই বলা হচ্ছে না। বরং চীনকে যেন আশ্রয় দিচ্ছে হু। এই কারণেই ক্ষেপে গিয়েছেন ট্রাম্প।
উল্লেখ্য, হাইড্রক্সিক্লোরোকুইন বা তার উপাদান বিদেশে রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। নয়াদিল্লির এই সিদ্ধান্ত নিয়ে হুমকি দিয়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও বিদেশমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, করোনায় চূড়ান্ত ক্ষতিগ্রস্ত ও প্রতিবেশী দেশগুলিতে প্যারাসিটামল ও হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করবে ভারত।