আন্তর্জাতিক

করোনা আবহে দেদার গলফে মজলেন ট্রাম্প

বরাবরই তিনি ব্যতিক্রমী চরিত্র এবং বিতর্কিতও বটে। করোনায় বিধ্বস্ত দেশগুলির মধ্যে তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা। মৃত্যুর নিরিখেও এগিয়ে এই দেশ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার সাবধান করেছেন, এত তাড়াতাড়ি লকডাউন তুললে অচিরেই ঠেকানো অসম্ভব হয়ে পড়বে মৃত্যুর হার। কিন্তু তারপরও কোনও হেলদোল দেখা যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্টের আচরণে। বরং ‘আমেরিকা ফের স্বাভাবিক হচ্ছে’, এই ধারণা প্রতিষ্ঠা করতে খোদ প্রেসিডেন্টই নেমে পড়েছেন গলফের মাঠে। আর সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
এদিন সকাল সকালই হোয়াইট হাউস থেকে বেরোতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। সাদা বেসবল ক্যাপ আর পোলো শার্ট পরে রওনা দেন ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়ি থামে ভার্জিনিয়ায় ট্রাম্পের নিজস্ব গলফ ক্লাবের সামনে। সেখানে দিনভর তাঁর গলফ খেলার ছবি ধরা পড়ে। কিন্তু তাতে যেন ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে এগিয়ে চলেন তিনি। অথচ দেশে বেড়েই চলেছে করোনায় মৃত্যুর হার।
এই পরিস্থিতিতে ট্রাম্প বলেন, রোগী ও মৃত্যু কমছে দেশে। গ্রীষ্ম শুরু হচ্ছে। এই তো রাস্তায় বেরিয়ে দেদার আনন্দ করার সময়! করোনাভাইরাস টাস্কফোর্সের সদস্য ডেবোরা বারক্স তো বলেই দিয়েছেন— ওয়াশিংটন, ভার্জিনিয়া, মেরিল্যান্ডের মতো জায়গাগুলিতে সংক্রমণের মাত্রা উদ্বেগজনক। অথচ মার্কিন প্রেসিডেন্টের মতে সুরক্ষাবিধি মেনে চললে গলফ খেলায় বা বাড়ির লোকেদের সঙ্গে পিকনিক করায় কোনও বাধা নেই।