US President Trump has made controversial remarks about the Corona virus. He told the treatment procedure of Corona. Hearing this the experts are surprised.
আন্তর্জাতিক

করোনার টোটকা দিলেন ট্রাম্প, অবাক সবাই

ফের বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি করোনার চিকিৎসার উপায় বলে দিলেন!‌ যা শুনে মাথায় হাত বিশেষজ্ঞদের। আমেরিকার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছিলেন সূর্যের আলো দিয়ে করোনা রোখা সম্ভব। প্রেসিডেন্ট ট্রাম্পকে গিয়ে বলে বসলেন শক্তিশালী আলো শরীরের মধ্যে ঢুকিয়ে দিলেই নাকি মিলবে প্রতিকার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পরামর্শ গ্রহণ করলে মানুষের প্রাণহানিও হতে পারে।
আমেরিকার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা উইলিয়াম ব্রায়ান জানান, আমেরিকার বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন, অতিবেগুনী রশ্মি জীবাণুর উপর একটি গুরুতর প্রভাব রয়েছে। আমরা লক্ষ্য করেছি সূর্যের এই শক্তিশালী আলো বায়ু ও সমতল পৃষ্ঠে ভাইরাস মারতে সক্ষম। তার ঠিক পরেই ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‌আমি বিস্মিত যদি শরীরকে ওই শক্তিশালী আলো দিয়ে পরিষ্কার করা যায়।’‌ আক্রান্তদের ইনজেকশনের মাধ্যমে তাঁদের শরীরে কীটনাশক ঢুকিয়ে দেওয়ার পর তাঁদের শরীর অতিবেগুনি রশ্মির নিচে রাখা হলে তার থেকে মুক্তি পাওয়া যেতে পারে। ট্রাম্পের এই মতামত শুনে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়।
হোয়াইট হাউসে যখন বিবৃতি দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন সেখানে উপস্থিত ছিলেন করোনাভাইরাস টাস্ক ফোর্সের কার্যকর্তা ড: দেবোরাহ বির্ক্স। ট্রাম্পের এই বক্তব্য শুনে তিনি আশ্চর্য হয়ে যান। সেই আশ্চর্য হয়ে যাওয়ার ছবি টুইট করে দেয়। মার্কিন চিকিৎসকরা জানান, কীটনাশক বিষাক্ত পদার্থ, মানব শরীরের ত্বক, চোখ এবং শ্বাসযন্ত্রে ওই বিষের কারণে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। শুধুমাত্র মরতে চাইলেই মানুষ ট্রাম্পের প্রস্তাবিত পদ্ধতিগুলো গ্রহণ করতে পারে।