মার্কিন প্রেসিডেন্ট পদের গদি ছাড়ার আগে প্রতিরক্ষা দপ্তরের সচিব মার্ক এসপারকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগে এখনও পর্যন্ত এই নিয়ে মোট চারবার প্রতিরক্ষা সচিব বদল করলেন ট্রাম্প। এস্পারের জায়গায় আনা হচ্ছে ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের প্রধান ক্রিস্টোফার মিলারকে।
তবে এবারের পরিবর্তনটা নির্বাচনে হেরে যাওয়ার জন্য। মিলার জাতীয় সন্ত্রাসদমন কেন্দ্রের বর্তমান প্রধান এবং তিনি একজন প্রাক্তন স্পেশ্যাল ফোর্স অফিসার। এসপার ছিলেন ডোনাল্ড ট্রাম্পের আমলের চতুর্থ ডিফেন্স সেক্রেটারি। ১৬ মাস প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করেছেন তিনি। পেন্টাগনে আমলাতান্ত্রিক সংস্কার নিয়ে সরব ছিলেন এসপার। আমেরিকার সেনাবাহিনীতে বিপুল পরিবর্তন আনার কাজও শুরু করেছিলেন তিনি।
নিয়ম অনুযায়ী, আর মাত্র আড়াই মাস হোয়াইট হাউসে থাকবেন ট্রাম্প। তার আগেই মার্কিন প্রশাসনের একাধিক জায়গায় রদবদল করে দিয়ে যেতে পারেন তিনি। তাঁর সঙ্গে যেসব আমলার সংঘাত ছিল তাদের নাও রাখতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরানোর বিরোধিতা করেছিলেন এস্পার। ফলে তাঁর সঙ্গে একটা দূরত্ব আগে থেকেই ছিল।
মিলার ৩১ বছর সেনাবাহিনীতে ছিলেন কার্যকারী প্রতিরক্ষাসচিব। ২০০১ সালে আফগানিস্তানে এবং ২০০৩ সালে ইরাকে আমেরিকার বিশেষ বাহিনীতে ছিলেন তিনি। অবসরের পর বাহিনীর বিভিন্ন অভিযান এবং গোয়েন্দা দফতরের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। ২০১৯ সালে প্রতিরক্ষা দফতরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে তিনি নিযুক্ত হন। এরপর জাতীয় সন্ত্রাসদমন কেন্দ্রের ডিরেক্টরের দায়িত্ব পান মিলার।
মার্কিন সংবাদমাধ্যমে এখন জল্পনা, এবার এফবিআই ডিরেক্টর ক্রিস অ্যারি ও সিআইএ ডিরেক্টর গিনা হ্যাসপেলকেও সরিয়ে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। এরা মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক আসনে পুননির্বাচন করানোর চেষ্টায় ট্রাম্পের পাশে ছিলেন না।