The G-7 summit was scheduled to take place next June. But because of the Corona epidemic, it will happen next September, said US President Donald Trump. This time America is the initiator of G-7 conference.
আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

পিছতে পারে জি–সেভেন বৈঠক

আগামী জুন মাসে হওয়ার কথা ছিল জি–সেভেন সামিট। কিন্তু করোনা মহামারির কারণে তা আগামী সেপ্টেম্বর মাসে হবে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে জি–সেভেন সম্মেলনের উদ্যোক্তা আমেরিকাই। জুনের ১০ থেকে ১২ তারিখে এই সম্মেলন হওয়ার কথা ছিল। তা পিছিয়ে সেপ্টেম্বর মাস নাগাদ জি–সেভেন সম্মেলন করার ভাবনাচিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট।
ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সামনে বলেন, ‘‌জি–সেভেন সামিট স্থগিত করছি। কারণ আমি মনে করি না, বিশ্বের বর্তমান পরিস্থিতিতে জি–সেভেন সঠিকভাবে উপস্থাপন করতে পারবে। গ্রুপটা অনেক পুরনো।’‌ সূত্রের খবর, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল ওই বৈঠকে যোগ দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। এরপরই বৈঠক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিন মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী সেপ্টেম্বর মাসে জি–সেভেন সামিটে রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং ভারতকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতে চান তিনি। অর্থাৎ, আগামী নভেম্বর মাসে আমেরিকার নির্বাচনের আগেই ওই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। বিশ্বের বর্তমান পরিস্থিতে জি–সেভেন অন্তর্ভুক্ত দেশগুলির সঙ্গে বৈঠক যথাপোযুক্ত বলে মনে করি না। এই বৈঠককে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে বেশ কয়েকটি দেশকে আমন্ত্রিত করা প্রয়োজন। ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ছাড়াও রাশিয়াকে আমন্ত্রণ জানানোর ইচ্ছাপ্রকাশ করেন ট্রাম্প। এতে চিন চাপে পড়ে যাবে বলে মনে করা হচ্ছে।
তবে ট্রাম্পের মন্তব্যের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, তিনি ভারত-সহ একাধিক দেশকে ওই শীর্ষ সম্মলনে আমন্ত্রণ জানাচ্ছেন। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের জন্য জি–৮ সম্মেলন থেকে বহিষ্কার করা হয় রাশিয়াকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ক্রিমিয়া দখল ছিল অপ্রত্যাশিত এবং নজিরবিহীন।