নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচন। তাই অগ্নিপরীক্ষা ডোনাল্ড ট্রাম্পের। আর এবারের নির্বাচন ঘিরে সরগরম আমেরিকা। আর ডেমোক্র্যাট পার্টির জো বিডেনের মসনদ দখলের লড়াই। এই পরিস্থিতিতে নিজের ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন বিডেন। তাঁর রানিং মেট হিসাবে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য বেছে নিলেন ভারতীয় বংশোদ্ভুত কৃষ্ণাঙ্গ কমলা হ্যারিসকে। যা মার্কিন ইতিহাসে এই প্রথম। যদিও এই ঘোষণার পরই কমলাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কয়েকদিন আগেই জর্জ ফ্লয়েডকে কেন্দ্র করে ব্ল্যাক লাইভ ম্যাটারস আন্দোলন দেখেছে গোটা বিশ্ব। মার্কিন পুলিশের সংস্কারের দাবিতে সরব হয়েছিলেন কমলাও। তাই কি কমলাকে তুরুপের তাস বানিয়ে কৃষ্ণাঙ্গ ভোট নিজের দিকে টানার চেষ্টা করছেন বিডেন? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। কমলাকে সবচেয়ে ভয়ংকর মার্কিন সেনেটর হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘মার্কিন সেনেটে কমলা সবচেয়ে নীচ, সবচেয়ে অশ্রদ্ধার মানুষ এবং সবচেয়ে ভয়ংকর। জো বিডেন কমলাকে বেছে নেওয়ায় তাজ্জব হয়েছিলাম। তিনি এতটাই খারাপ কাজ করেছেন যে তাঁর উঠে আসায় আমি সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম।’
কমলা এর আগে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব সামলেছেন। ডেমোক্যাটরা হোয়াইট হাউস দখল করলে ৫৫ বছর বয়সী কমলাই হবেন আমেরিকার প্রথম অশ্বেতাঙ্গ ভারতীয় বংশোদ্ভূত মহিলা ভাইস প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের রানিং মেট মাইক পেন্সের সঙ্গে ভোটের সম্মুখসমরে নামছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস তা কার্যত নিশ্চিত। কমলাকে তুরুপের তাস বানিয়ে বিডেন কৃষ্ণাঙ্গ ভোট নিজের দিকে টানার চেষ্টা করছেন বলে মনে করছেন মার্কিন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
ছবি—রয়টার্স