এইচ–১বি ভিসার উপর যে হুঙ্কারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই হুঙ্কার আর রইল না। কারণ নিষেধাজ্ঞা শিথিল করল আমেরিকা। এই ভিসা নিয়ে যাঁরা লকডাউনের আগে মার্কিন মুলুকে কাজ করতেন, সেই একই জায়গায় কাজের জন্য তাঁরা ফিরতে চাইলে তাতে বাধা দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ফলে আগের জায়গায় বহাল থাকতে পারবেন অনেকে।
বৃহস্পতিবার নয়া নির্দেশিকায় আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বিদেশি নাগরিক যাঁরা একই কাজে যোগ দিতে আমেরিকায় ফিরতে চান, তাঁদের জন্য এইচ–১বি ভিসার নিয়ম শিথিল করা হয়েছে। নিয়ম শিথিল করার মধ্যে দিয়ে কর্মীদের স্ত্রী/স্বামীকেও আমেরিকায় ফেরার অনুমতি দেওয়া হয়েছে। এই নয়া নির্দেশের ফলে ভারতীয় তথ্য–প্রযুক্তি সংস্থার কর্মীদের মুখে যে হাসি ফুটবে বলে মনে করা হচ্ছে।
এই এগজিকিউটিভ অর্ডারে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে মার্কিন ফেডেরাল এজেন্সিগুলি এইচ–১বি ভিসায় আমেরিকায় থাকা বিদেশি নাগরিকদের কাজে বহাল করতে পারবে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ফেসবুক, অ্যামাজন–সহ বিভিন্ন নামী কোম্পানি। আগামী নভেম্বর মাসে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী তথা দেশের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বিডেন। বিডেন বলেছিলেন, তিনি ক্ষমতায় এলে ফের এইচ–১বি ভিসা দেওয়া হবে আমেরিকায় বিদেশি নাগরিকদের কাজ করার জন্য। তাতে ভোটব্যাঙ্কে ধস নামতে পারে বলেই এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে।
