জেলা ব্রেকিং নিউজ

ট্রাক চালকদের জল দান ট্রাফিক পুলিশের

এ এক অনন্য নজির! দহন জ্বালায় জ্বলছে বাংলা। তীব্র গরমে রাস্তায় বেরোনো দায়! কিন্তু বাঁচার তাগিদে, প্রয়োজনে নিয়মিত রাস্তায় বেরোতে হয় যাদের, তাদের কথা ভাবতে এগিয়ে এলো বসিরহাট ট্রাফিক পুলিশ। নিরাপত্তা দিতে যারা দিন রাত রাস্তায় এবার তারা নিজেদের সঞ্চিত অর্থে পরিবহনের খালাসী ও ট্রাক চালকদের ওআরএস, ঠান্ডা পানীয় দিয়ে শরীর সুস্থ রাখার বার্তা দিলেন।

বৃহস্পতিবার, বসিরহাট ট্রাফিক পুলিশ ইছামতি ইটিন্ডা রোডে ট্রাফিক পুলিশ আধিকারিক প্রশান্ত দাসের নেতৃত্বে ১০ জন পুলিশ কর্মী তাদের নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে প্রায় ৩০০ জন তৃষ্ণার্ত চালক ও খালাসিদের ওআরএস ও ঠান্ডা জল দেন। একদিকে এই প্রচন্ড গরমে সুস্থ থাকতে বেশি করে জল খাওয়া প্রয়োজন। আর সেই কারণেই রাস্তায় মানুষ যাতে অসুস্থ না হয় তার জন্য নির্ধারিত সময় জল ওষুধ শরীর ঠান্ডা রাখার সব রকম পরামর্শ দিলেন তারা।

বসিরহাটের প্রাণকেন্দ্র ইছামতি ব্রিজের একাধিক প্রশাসনিক ভবন, বসিরহাট স্বাস্থ্য জেলা একাধিক গুরুত্বপূর্ণ অফিস, পাশাপাশি ভারত-বাংলাদেশের ঘোজাডাঙা সীমান্তের কয়েক শো পণ্যবাহী ট্রাক যাতায়াত করে। প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াত । সেখানেই টোটো, অটো, বাস সীমান্তের ট্রাক সহ একাধিক যান চালকদের গরমে সুস্থ থাকার বার্তা দিল বসিরহাট ট্রাফিক পুলিশ।