দেশ লিড নিউজ

ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত ট্রাক চালকদের

কেন্দ্রের তরফে আশ্বাস মিলতেই ধর্মঘট প্রত্যাহারের পথে হাঁটতে চলেছে ট্রাক চালকরা। ইতিপূর্বেই হাজার হাজার ট্রাক চালক ভারতীয় ন্যায় সংহিতার নয়া ‘হিট অ্যান্ড রান’ আইনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পথে নেমেছিলেন।

বুধবার বিকেল ৫টা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছিলেন ট্রাক চালকরা। তবে তার আগেই তা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হল। ট্রাক চালক সংগঠনগুলির তরফে মঙ্গলবার রাতে জানানো হয়েছে, সমস্ত সমস্যার সুষ্ঠু সমাধান মিলেছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাঁদের এক বৈঠকের পরই ট্রাক চালকরা এই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

তবে সরকার কোনো পদক্ষেপ না গ্রহণ করলে লাগাতার ধর্মঘট চলতে পারে, এমনই সুর চরিয়েছিল অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন।ফলে শুধু পেট্রল বা ডিজেল নয়, দেশজুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরও দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। দেশজুড়ে দীর্ঘ ট্রাফিক জ্যামে কার্যত অচল হয়ে পড়েছিল বহু সড়ক। টাক চালকদের এই সিদ্ধান্তে স্বস্তি আমজনতার।