ট্রাকে হ্যান্ড স্যানিটাইজারের স্টিকার লাগিয়ে মানুষ পাচার করছে একদল স্বার্থন্বেষী ব্যক্তি! বীরভূমের সিউড়ির তারাপুর গ্রামে পুলিশের জালে ধরা পড়ল এক ট্রাকভর্তি মানুষ। জানা গিয়েছে, তাঁরা কলকাতা থেকে ঝাড়খণ্ডে পালানোর চেষ্টা করছিলেন। এই ঘটনায় চোখ কপালে উঠেছে পুলিশ–কর্তাদের।
পুলিশ সূত্রে খবর, এমনিতেই লকডাউনে বন্ধ যান–চলাচল। চলছে নাকা চেকিং, পুলিশের টহলদারি। ট্রাকের বাইরে হ্যান্ড স্যানিটাইজার স্টিকার লাগানো থাকলেও পুলিশের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। সিউড়ির তারাপুর গ্রামে ট্রাকটি ঢোকা মাত্রই খটকা লাগে সিউড়ি থানার আইসি’র। তিনি ট্রাকটি দাঁড় করিয়ে চালককে প্রশ্ন করেন। চালকের কথায় অসঙ্গতি থাকায়, ট্রাকে তল্লাশি চালান তিনি। তখন দেখতে পাওয়া যায় হ্যান্ড স্যানিটাইজার নয়, মানুষ ভর্তি রয়েছে ট্রাকে। গাদাগাদি করে বসে রয়েছেন প্রায় ২৫ জন।
ট্রাক চালককে গ্রেপ্তার করে জেরা করলে সে জানায়, ডানকুনি থেকে ১৪০০ টাকা ভাড়া দিয়ে তারা ঝাড়খণ্ডের দুমকায় যাচ্ছিল। ট্রাকের ভিতর কী রয়েছে, তা আমি জানতাম না। মালিক সব জানে। মালিক শুধু বলেছিল ট্রাকটিকে দুমকা পর্যন্ত নিয়ে যেতে হবে। এখন প্রশ্ন উঠছে, এতটা রাস্তা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে কীভাবে বীরভূম পর্যন্ত আসতে পারল ট্রাকটি?