ব্রেকিং নিউজ রাজ্য

ডিসেম্বরে ত্রিপুরা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

ত্রিপুরায় সাংগঠিক শক্তি বাড়াতে তেইশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি আগেই শুরু করেছে তৃণমূল। বারবার হামলার শিকার হয়েও নিয়মিত সে রাজ্যেই পড়ে থাকছেন তৃণমূলের ছাত্র-যুব নেতৃত্ব। এছাড়াও একাধিক কর্মসূচি পালন করছেন তারা। ত্রিপুরার লড়াইয়ে ছাত্র-যুবদের সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে দলেরয়পাঁচ নেতা কুণাল ঘোষ, মলয় ঘটক, শান্তনু সেন, ব্রাত্য বসু, সমীর চক্রবর্তী।

তিনদিনের গোয়া সফর সেরে কলকাতায় ফিরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই ছিল বাংলার বাইরে প্রথম রাজনৈতিক সফর। ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে পরবর্তী সফরসূচিও। ডিসেম্বরে ত্রিপুরার বিবেকানন্দ ময়দানে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আগরতলার রবীন্দ্রভবনের জনসভা থেকে একথা ঘোষণা করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।