২০০৯ সালে আলিপুরদুয়ারে সোনার দোকানে চুরির ঘটনায় অভিযুক্ত নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ১১ই নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ার জেলা দায়রা আদালত। ঘটনার পর থেকেই সোচ্চার হয় তৃণমূল কংগ্রেস।
কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গ্রেপ্তারের দাবি ও পদত্যাগের দাবিতে মানববন্ধন ও অবস্থান বিক্ষোভ করে তৃণমূল যুব কংগ্রেস। এদিন কোচবিহারের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ওই অবস্থান বিক্ষোভ হয়। সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী, রাহুল রায়, রাকেশ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা।
জানা গেছে, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নির্দেশে জেলা জুড়ে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে গ্রেপ্তারের দাবিতে জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পথ সভা করা হয়। নিশীথ প্রামাণিক ২০০৯ সালে আলিপুরদুয়ারে দুইটি সোনার দোকানে চুরির ঘটনায় অভিযুক্ত নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ১১ই নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ার জেলা দায়রা আদালত। তাই আজ পর্যন্ত কোচবিহারের কোন সাংসদ এই ধরনের ঘটনায় যুক্ত ছিল না। তিনি একমাত্র সাংসদ যা কোচবিহারের লজ্জা। তাই নিশীথ প্রামাণিককে গ্রেপ্তার করা হোক এবং সাংসদ পথ থেকে ইস্তফা দিক। এই দাবিতে কোচবিহারের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে মানব বন্ধন কর্মসূচী ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয়।