কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে শাসকদলের মিছিলে জন-জোয়ার। মানুষের ভিড় দেখে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে আত্মবিশ্বাসী শাসক শিবির। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত কুশিদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিরাট মিছিলের আয়োজন করা হয়।
জানা গিয়েছে, দ্রব্য-মূল্য বৃদ্ধি বঙ্গভঙ্গের চক্রান্ত সহ একাধিক ইস্যুতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই মিছিল। কুশিদা অঞ্চল সভাপতি মোহাম্মদ নুর আজমের নেতৃত্বেই এই মিছিলের আয়োজন করা হয়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সন্তোষ চৌধুরী, হরিশ্চন্দ্রপুর ১(বি) ব্লক যুব তৃণমূলের সভাপতি শেখর সাহা সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের এই মিছিল সমগ্র কুশিদা অঞ্চল পরিক্রম করে। মিছিলে প্রায় তিন হাজার তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত হয়েছিলেন। প্রত্যেকের মধ্যেই উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।
এদিন মিছিল থেকে কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সরব হয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার চেষ্টা করছে বিজেপি। তারা কোন ভাবেই বঙ্গ-ভঙ্গের চক্রান্ত মেনে নেবে না। সেইসঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়েও সরব হন শাসকদলের নেতারা।
শাসক দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে রাজ্যের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই এই কর্মসূচি হচ্ছে বলে জানিয়েছে তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগে মিছিলে এই ধরনের ভিড়-এ কর্মীদের উৎসাহ বাড়াবে বলে আশাবাদী শাসক শিবির।