এবার সরকারি আবাস যোজনার ঘর দখল করে পার্টি অফিস চালানোর অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ডানকুনি পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় রীতিমত চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
বিজেপি নেতা দেবাশীষ মুখার্জী অভিযোগ তোলেন, ভাইস চেয়ারম্যানের নিজের ওয়ার্ড ৮ নম্বরে এক ব্যক্তির জমিতে নির্মিত সরকারি আবাস যোজনার বাড়িতে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস চালাচ্ছেন। এই ঘটনা থেকেই প্রমাণ হয়, সত্যি যাদের সরকারি আবাস যোজনা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। আর যাদের প্রয়োজন নেই তাদের বাড়ি পাইয়ে দেওয়া হচ্ছে কাট মানির বিনিময়ে।
অন্যদিকে ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা বলেন, “যার বাড়ি তিনি আমাদের বাড়িটি কিছুদিনের জন্য ব্যবহার করতে দিয়েছেন। কারণ আমাদের যে পার্টি অফিসটি ছিল সেটি আমফান ঝড়ে ভেঙ্গে পড়েছে। সেই পার্টি অফিসটি পুনর্নির্মাণের কাজ চলছে। বহু মানুষ পার্টি অফিসে বিভিন্ন কারণে আসেন তাই যার বাড়ি তিনি আমাদের আপাতত কিছুদিনের জন্য বাড়িটি ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছেন। তিনি কোথাও অভিযোগ করছেন না কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো অহেতুক এই বিষয় নিয়ে কুৎসা করতে নেমেছে।”