বুধবার কালা দিবস পালন করবে তৃণমূল। বিধানসভায় তৃণমূলের বিধায়কদের কালো পোশাক পরে আসার নির্দেশ দিল পরিষদীয় দল। মঙ্গলবারও ধরনা, পালটা ধরনায় পারদ চড়ে বিধানসভায়। একদিকে কেন্দ্রের বঞ্চনা বিরুদ্ধে ধরনা দেয় তৃণমূল। রাজ্যের দুর্নীতি নিয়ে পালটা ধর্নায় বসে বিজেপি।
বধবার কলকাতায় সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির দাবি, ১০০ দিনের কাজ-সহ নানান প্রকল্পে দেদার দুর্নীতি হয়েছে বাংলায়। রাজ্যের তরফে খরচের হিসেব দেওয়া হচ্ছে না। তাই কেন্দ্রের তরফে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এই ‘তত্ব’ প্রমাণ করতে ধর্মতলায় সভা করছে বিজেপি। সেখানে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সভার দিনই পালটা ‘কালা দিবস’ পালন করবে তৃণমূল।