জেলা ব্রেকিং নিউজ

তৃণমূলের তৈরি ফ্রাইঙ্কেস্টাইন পদ্ধতিতে তৃণমূলের মৃত্যু হবে: ভারতী ঘোষ

পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের গোয়ালতোড়ে আদিবাসী সমাজের স্বাধীনতা সংগ্রামী তিলকৌ মুর্মু-র ২৭৪ তম জন্ম দিবস পালনের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদিবাসীদের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।

জঙ্গলমহলের একসময়ের মাওবাদী উপদ্রুত এই এলাকাতে পুলিশ সুপারের ভূমিকা পালন করেছিলেন ভারতী ঘোষ। আদিবাসী অধ্যুষিত সেই গোয়ালতোড়ের পাথরপাড়া এলাকাতে মুখ্য অতিথি হিসেবে আদিবাসীদের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভারতী ঘোষ। তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচতেও দেখা যায় তাকে।

এরপরে সাংবাদিক সম্মেলনের তৃণমূলকে বিভিন্নভাবে কটাক্ষ করেন তিনি। সম্প্রতি কেশপুরে তৃণমূলের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল সিপিআইএম। সেই প্রসঙ্গে ভারতী ঘোষ বলেন- “পুরনো একটা ইংরেজিতে গল্পে রয়েছে একজন বিজ্ঞানী ফ্রাইঙ্কেস্টাইন একটি রাক্ষসকে খুব বড় করেছিল। পরে সেই রাক্ষসটাই ওই বিজ্ঞানীকে খেয়ে ফেলেছিল। তৃণমূলও প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া সিপিআইএমকে বুকে জড়িয়ে মাঠে আনার চেষ্টা করেছিল। সেই সিপিআইএমই তালা ঝুলিয়ে দিল তৃণমূলের কার্যালয়ে। এমন অনেকেই রয়েছে যারা সেই ফ্রাইঙ্কেস্টাইনের পদ্ধতিতে তৃণমূলের গলা টিপে ধরবে এবার।ওরা সম্প্রতি এর সৎ লোকেদের মঞ্চে তুলে দেখানোর চেষ্টা করছে তা খড়ের গাদায় সুঁচ খোঁজার মতো ।ওদের দলে সৎ লোকের বড্ড অভাব হয়েছে। তাই খুঁজে খুঁজে মঞ্চে তুলছে ওরা।”